ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার জেমস টি লি’র জেএসইউএস পরিচালিত ওওএসসি (পাইলট) প্রকল্প পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও ব্র্যাকের সহযোগিতায় এবং যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন (পাইলট) প্রকল্প’র অধীনে আরেফিন নগর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় গতকাল ১ ডিসেম্বর ২০২১ পরিদর্শন করেন ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার জনাব জেমস টি লি।

পরিদর্শনকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আতাউর রহমান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ বিশেষজ্ঞ (প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা) জনাব হুমায়ুন কবীর, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ জুলফিকার আমিন, জেএসইউএস’র নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, পরিচালক কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন, ব্র্যাক ওওএসসি পাইলট প্রকল্পের চীফ অব পার্টী মোঃ মাছুম বিল্লাহ, প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসানুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুব হোসেন খান, জেএসইউএস ফিল্ড কোঅর্ডিনেটর মুনজিলুর রহমান, প্রশিক্ষক রোকসানা পারভীন, বিদ্যালয়ের শিক্ষিকা নাছিমা আক্তার এবং সংশ্লিষ্ট ফিল্ড সুপারভাইজারগণ।

ঝরে পড়া শিশুদের অংশগ্রহণে পরিচালিত এই বিদ্যালয়ে প্রতিটি শিশুরা তালি-তুড়ি, হাততালি দিয়ে ছড়া, গান ও নাচ পরিবেশনের মধ্যদিয়ে অতিধিদের অভ্যর্থনা জানান। পরিদর্শনকালীন সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার, মহাপরিচালক মহোদয় শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কাটান এবং তাদের পড়াশোনার তদারক করেন। পাশাপাশি ক্লাসের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। সবশেষে তিনি শিক্ষার্থীদের আরো যতেœর সাথে পড়াশোনার মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালীন সময়ে জনাব মোঃ আতাউর রহমান বলেন, “ঝরে পড়া শিশুদের মূলধারায় সম্পৃক্তকরণের এ প্রয়াস সকলের সহযোগিতায় আমরা বাস্তবায়ন করছি। আমরা প্রত্যাশা করি, এই শিশুরা আগামীতেও তাদের পড়াশোনা অব্যাহত রাখবে। তাদের পড়াশোনায় সম্পৃক্ত রাখা গেলেই আমাদের উদ্দেশ্য সফল হবে বলে আমি বিশ^াস করি।’