জেএসইউএস পরিচালিত ইসিবিআইডিবি প্রকল্পের উদ্যোগে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে উদ্ধার সামগ্রী বিতরণ

বেসরকারী মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক  বাস্তবায়নরত এবং সিডিডি ও সিবিএমের সহযোগিতায় ইসিবিআইডি-বি প্রকল্পের উদ্যোগে গত ৩১ জানুয়ারী ২০২২ ইং তারিখে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ৪টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে দুর্যোগে ব্যবহার উপযোগী উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

৩নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো রিয়াদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মির্জা বদরুল ইসলাম বেগ।

প্রধান অতিথি জনাব সাইদুজ্জামান চৌধুরী বলেন, “দুর্যোগে এ অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে অনেক বেশি। যথাযথ উদ্ধার তৎপরতা ও সামগ্রীর মাধ্যমে জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে করানো সম্ভব। বিতরণকৃত উদ্ধার সামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এ সকল সামগ্রী যতœ সহকারে এবং যথাযথভাবে ব্যবহার করতে হবে। যে উদ্দেশ্যে এই গুলো দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে ব্যবহার করা হয় তার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।”

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়নের সচিব জনাব জামাল মিয়া শিকদার, পরিষদের  জনপ্রতিনিধিবৃন্দ এবং সিবিআইডি ফ্যাসিলিটেটর জনাব রাশেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন যে, সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নের ৪টি ওয়ার্ডে উল্লেখিত সামগ্রীগুলো দুর্যোগের সময় এলাকার জনসাধারণের মাঝে উপকার বয়ে আনবে। উল্লেখিত সামগ্রীগুলো পেয়ে সিডিডি ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।