যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)’র উদ্যোগে প্রাপ্ত স্বাস্থ্য সামগ্রীগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রাপ্ত সামগ্রীগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। খানখানাবাদ ইউনিয়নস্থ ৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র হাতে উপকরণসামগ্রী তুলে দেওয়ার পর খানখানাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী এ মন্তব্য করেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত জাতীয় সংগঠন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সিবিএম এর সহযোগিতায় বেসরকারী মানব উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক বাস্তবায়নরত এনহ্যান্সিং কমিউনিটি বেজড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (ইসিবিআইডি)-বি প্রকল্পের উদ্যোগে গত ১০ মে ২০২০ ইংরেজী খানখানাবাদ ইউনিয়নের কালাগাজী, কদমরসুল, প্রেমাশিয়া ও রায়ছটা ৪টি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় ৭টি আইটেমের হাইজিন স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে হ্যান্ড ওয়াশ ১টি, হ্যান্ডওয়াশ রিফিল প্যাক ১টি, সাবান ৫টি, মাস্ক ১ বক্স, ডিসপোজাল হ্যান্ড গ্লাভস্য ১ বক্স, ব্লিছিং পাউডার ৫ কেজি ও হ্যান্ড স্যানিটাউজার ১টি।
উক্ত সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইসিবিআইডি-বি প্রকল্পের সিবিআইডি প্রোগ্রাম অফিসার মির্জা বদরুল ইসলাম বেগ, সিবিআইডি ফ্যাসিলিটেটর জনাব রাশেদ আলী প্রমুখ।
এ প্রসঙ্গে সংস্থার পরিচালক কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন বলেন, “জেএসইউএস করোনা ভাইরাস প্রতিরোধ এবং সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের এ সুরক্ষা উপকরণ বিতরণের ফলে প্রকল্পের কর্মএলাকার কমিউনিটি ক্লিনিক সমূহে আগত সেবা গ্রহীতার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।”