জেএসইউএস ও সমাজসেবা’র সহযোগিতায় ক্ষুদ্রঋণ কর্মসূচীর উপকারীভোগী ও প্রতিবন্ধী ব্যক্তিরা পেল খাদ্য সামগ্রী সহায়তা

“মানুষ মানুষের জন্য, করোনা ভাইরাস জনিত এ সংকট উত্তরণে বিত্তশালীদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা ও খাদ্য সহায়তার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহযোগিতা করতে হবে।” চট্টগ্রাম নগরে করোনা ভাইরাসজনিত সংকটকালে প্রতিবন্ধী, কর্মহীন ও অভাবগ্রস্ত ব্যক্তিদের মাঝে জেলা সমাজসেবা কার্যালয় ও মাইক্রোক্রেডিট রেগুরেটরি অথরিটির নিবন্ধিত বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন হিসেবে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার নির্বাহী পরিচালক উপরোক্ত মন্তব্য করেন। গত ১৪ মে ২০২০ খ্রি. বিকাল ৩টায় নগরীর কোরবাণীগঞ্জস্থ সংস্থার শাখা কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীন, সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, সিনিয়র সহকারী পরিচালক এম.এ.আসাদ, সহকারী পরিচালক মো: শহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, সিডিআরপি কল্লোল কান্তি দাশ, সিএম মো: রুবেল, কোরবাণীগঞ্জ সহকারী শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান রাহী, সিএম মো: জাহিদুল ইসলাম, মো: আলাউদ্দিন ও লায়লা বেগম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীন বলেন, “দেশের এ পরিস্থিতিতে আমাদের সংস্থা সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের মাঝে এ সহায়তা কিছুটা হলেও পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। জেএসইউএস ভবিষ্যতেও প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে উক্ত জনগোষ্ঠির পাশে থাকবে।” এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পরিচালক এম.এ.আসাদ বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমন পরিস্থিতিতে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দিনপাত করা খুব কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় জেএসইউএস ও জেলা সমাজসেবা কার্যালয়ে সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কিছুটা হলেও তাদের জীবন ধারণের জন্য সহায়ক হবে বলে আমরা বিশ^াস করি।’ এখানে উল্লেখ্য, জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ৩০জন প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তি এবং জেএসইউএসের নিজস্ব অর্থায়নে সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী মোট ৬০জন ব্যক্তির মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসহায়তার পাশাপাশি জনসচেতনতামূলক করোনা ভাইরাস সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।