দুইযুগ পেরিয়ে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন হলো
নতুন আশা উদ্দীপনা ও সম্ভাবনার দিগন্ত রেখা উন্মোচন করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বাস্তবতায় দুই যুগের বেশি সময়কাল ধরে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রমে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে জেএসইউ এস তার কর্ম পরিধি বিস্তৃত করতে সমর্থ হয়েছে। নারী,শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবেশ সুরক্ষায় ইতিবাচকতা প্রমাণ করতে পেরেছে।
গতকাল ( ১৪ জুলাই, ২০২৩, শুক্রবার) সকাল থেকে বিকেল অবধি নগরীর লাভলেনস্থ মোমেনা মেনোর কমিউনিটি সেন্টারে ইস্যূভিত্তিক প্রশিক্ষণ, চলমান প্রকল্পভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার প্রাসঙ্গিক দিক নিয়ে বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস ) আয়োজিত ষান্মাসিক কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সকালে জেএসইউএস সহকারী পরিচালক (ক্ষুদ্র ঋণও হিসাব বিভাগ) শহীদুল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবিও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ ও সংস্থার কার্যক্রমের সূচনা করা হয়। প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশ্লেষণ করে যুগোপযুগী কর্মপন্থা নির্ধারণ করে আগামী দিনের কর্ম পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরা হয়। বিকেলে সংস্থার অনুষ্ঠিত প্রকল্প ভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্থার সংস্কৃতি, মূল্যবোধ, মিশন-ভিশন উপস্থাপন, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিতে¦ জেএসইউসের বিভিন্ন প্রকল্পের কর্মী সমাবেষ্ঠিত এই পর্বে সংস্থার সারাদিনের বিভিন্ন সেশন কার্যক্রম পরিচালনা করেন ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন, সহকারী পরিচালক শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, সংস্থার সহকারী সমন্বয়কারী মধু পুরোহিত, এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার শারমীন পারভীন, প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা কার্যক্রম) মুনজিলুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (এসডিপি) মো. মামুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার মঈনুল আরেফীন। সারাদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএমএফপি প্রকল্প থেকে বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ^াস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব,পটিয়া শাখা ব্যবস্থাপক রূপক কান্তি দাশ, চান্দগাঁও শাখা ব্যবস্থাপক সেলিম আল মামুন, কোরবানীগঞ্জ ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মো. রুবেল, শিক্ষা প্রকল্পের চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা থেকে থেকে জাফরীন চৌধুরী, নাসরিন সুলতানা,মো. ফরহাদ হোসাইন, নাছিমা খাতুন, খেনি মারমা, এইচ এম আনজরুল হক, প্রাইস প্রকল্প থেকে জাফরীন চৌধুরী, শান্তা মল্লিক, দীপিকা দাশগুপ্ত, মরজানা আক্তার, সর্ব সিও বাবুল দে, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রাশেদ আলী অজিত দাশ, লায়লা আক্তার, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ রমজান আলী, পার্বতী চক্রবর্তী, প্রবাল কান্তি দে, রুমা আক্তার, মোহাম্মদ জিসান খান, অরণ্য দেব, চৌধুরী প্রমূখ । সবশেষে সভাপতি জেএসইউএস অন্যতম প্রতিষ্ঠাতা উন্নয়ন সংগঠক ইয়াসমীন পারভীনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
195 thoughts on “জেএসইউএস আয়োজিত ষান্মাসিক কর্মী সম্মেলনে বক্তাদের অভিমত”
Comments are closed.